নিজস্ব প্রতিনিধি: তয়ন সাহা
মেহেরপুরে দুর্গা উৎসব উপলক্ষে জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর সভাপতিত্বে দুর্গা উৎসব-২০২৫ যথাযথভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, শৃঙ্খলা রক্ষায় করণীয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।