Home » মেহেরপুরে নতুন বছরে শিক্ষার্থীরা পেলো নতুন বই

মেহেরপুরে নতুন বছরে শিক্ষার্থীরা পেলো নতুন বই

কর্তৃক xVS2UqarHx07
218 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

১লা জানুয়ারি-২০২২খ্রিঃ সারা দেশব্যাপী চলছে নতুন ক্লাসের নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অবিভাবক এবং শিক্ষার্থীদের আগমনে শিক্ষাঙ্গনগুলো যেন মুখরিত হয়ে উঠেছে সারা দেশে। প্রতিটি শিক্ষার্থীর হাতে যথা সময়ে নতুন বই পেয়ে কমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি দেখে শিক্ষক-শিক্ষিকা অবিভাবকেরাও সতস্ফুর্ত স্বাচ্ছন্দ্যতা বোধ করছেন।
অন্যান্য বছরের মত করে মেহেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের হাতে নতুন বছরের শুরুতে নতুন বই বিতরণ উৎসব-২০২২।

শনিবার (১জানুয়ারি-২২ইং) সকাল ১০ঘটিকা সময় তারই ধারাবাহিকতাই মেহেরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন বই বিতরণঃ
মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়নস্থ ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই বিতরণ করেছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক, নাজমা সালেহীন। আরোও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক- দিলারা পারভিন, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ নাদিমুল হক, মোঃ হাবিবুর রহমান, মোঃ আসাদুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ নাহারুল ইসলাম, শরিফা ইয়াসমিন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই উৎসবঃ
মেহেরপুর সদর উপজেলার ২নং বুড়িপোতা ইউনিয়নস্থ কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারি প্রধান শিক্ষক শেরফুল ইসলাম, আরোও উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষক, মোঃ নাসির উদ্দন, তমজিদা পারভিন, রুহুল আমিন, আব্দুল মান্নান, আক্কাস আলী, জহিরুল ইসলাম, ফুরকান আলী, মিরাজুল ইসলাম, রশিদুল ইসলাম মিরাজ, মনিরুল ইসলাম মনির প্রমুখ।

সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ
নতুন বই পেয়েছে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই বিতরণ-২২ উৎসবের কথা জানিয়েছেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিনারুল ইসলাম। নতুন বই পেয়েছে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমঃ
কালাচাঁদপুরে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম-এ বই বিতরণ-২২ হয়।
প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ইসলামীক ফাউন্ডেশন মেহেরপুর কর্তৃক কালাচাঁদপুরে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম-এ শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কালাচাঁদপুর প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম-এর সভাপতি এম. সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম-এর শিক্ষিকা মোছাঃ মোমেনা খাতুন। আরোও উপস্থিত ছিলেন- আসাদ আলী, মনিরুল ইসলাম, শরিফুল ইসলামসহ শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন