Home » মেহেরপুরে নবাগত এসপি উজ্জল কুমারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মেহেরপুরে নবাগত এসপি উজ্জল কুমারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কর্তৃক ajkermeherpur
59 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তাই আমরা চাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে মেহেরপুর জেলা আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামিলুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদি হাসান দিপু, ও ওসি ডিবি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন