আমঝুপি অফিস:
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মেহেরপুরে মোটরসাইকেল বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত আটটার দিকে আমঝুপি বাজার থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, লিটন রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে স্লোগান দেন এবং তাৎক্ষণিকভাবে কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।

