নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরে পৃথক দু’টি স্থানে অভিযান পরিচালনা করে দু’জন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৬ জুলাই), তাদের আটক করে। আটকৃতরা হলো, মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়া (কাজীরঅফিস পাড়া)’র মৃত জরুন কসাইয়ের ছেলে একরামুল কসাই (৪৫) ও মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামের সাদেক আলীর ছেলে রুস্তম আলী (৩২)।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন । মেহেরপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে মাদক নিয়ে অবস্থান করছে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন মিয়ার নেতৃত্বে এএসআই মিঠু বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি একরামুল কসাইকে আটক করে।
অপর দিকে সদর উপজেলার বারাকপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন মিয়া ও এএসআই মিঠু বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ রুস্তম আলীকে আটক করে।
আটককৃত একরামুল কসাই ও রুস্তম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ধারা৩৬(১) সারণির ১৯(ক)/৩৬(১) সারণির ৮(ক) তে মামলা রুজু করা হয়েছে।