Home » মেহেরপুরে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র

মেহেরপুরে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র

কর্তৃক ajkermeherpur
39 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরের প্রাক্তন ফুটবলারদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক মেহেরপুর সোনালী অতীত একাদশ ও ঈশ্বরদী সোনালী অতীত ক্লাব ১-১ গোলে ড্র করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ৮ মিনিটে ঈশ্বরদী দলের শিমুল গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে মেহেরপুরের সেলিম অসাধারণ এক শটে গোল পরিশোধ করে ম্যাচে ১-১ সমতা ফেরান। এরপর উভয় দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও মেহেরপুরের মুস্তাক ও রফিকুল ফাঁকা জালে গোল করার সহজ সুযোগ নষ্ট করলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র-ই থেকে যায়।

ম্যাচে দুই দলের পারফরম্যান্সের জন্য মেহেরপুরের পিকলু ও ঈশ্বরদীর শিমুলকে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মেহেরপুরের প্রাক্তন তারকা ফুটবলার ইমদাদুল হক, মিঠু ও ইলিয়াস হোসেন। এর আগে ম্যাচের উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কিছুক্ষণের জন্য মেহেরপুর দলের হয়ে মাঠেও নামেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

প্রাক্তন ফুটবলারদের এই মিলনমেলাকে ঘিরে পুরো স্টেডিয়াম যেন সোনালী অতীতের স্মৃতিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। খেলা শুরুর আগে দুই দলের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় করা হয়।
দীর্ঘদিন পর নিজেদের প্রিয় তারকাদের মাঠে দেখতে স্টেডিয়ামে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।
প্রাক্তন ফুটবলাররা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মের কাছে ফুটবলের সোনালী ঐতিহ্য তুলে ধরে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন