Home » মেহেরপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

ঔষধ প্রশাসনের উদ্যোগে এবং মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ঔষধ তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্বে, ঔষধ প্রশাসন মেহেরপুর) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ এবং আনরেজিস্টার্ড ঔষধ মওজুদ ও বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে লুপা ফার্মেসীকে ৫ হাজার টাকা, রিয়ন ফার্মেসীকে ৫ হাজার টাকা, সুমাইয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মুজিবনগর ক্লিনিক ও ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন