Home » মেহেরপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন ও অবসর কর্মসূচি।

মেহেরপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন ও অবসর কর্মসূচি।

কর্তৃক xVS2UqarHx07
51 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন মেহেরপুর।

বৃহস্পতিবার ১৩ মার্চ-২০২৫ সকাল ১১টার দিকে মেহেরপুর নির্বাচন কমিশন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি করেন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না, এনআইডি ধ্বংস হোক আমরা চাই না, সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়, ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই,আছে ভোটার ডাটাবেইজ, বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়, ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।

জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান, উচ্চমান সহকারী মাসুদ রানা, হিসাব সহকারি আল-আমিন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন