Home » মেহেরপুরে বিদেশী ডলার ও টাকাসহ একজন আটক

মেহেরপুরে বিদেশী ডলার ও টাকাসহ একজন আটক

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

সহকরী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:

রুবেল হোসেন (৩৭)নামের ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র বুড়িপোতা ক্যাম্পের একটি টীম তাকে বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮ হাজার ইউএস ডলার ও নগদ ১৭ লক্ষ টাকা। রুবেল হোসেন মেহেরপুর সদরের গোভিপুর খালপাড়া এলাকার চাঁদ আলীর ছেলে। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন হয়েছে। চুয়াডাঙ্গা ৬বিজিবির অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রুবেল হোসেন বুড়িপোতা সীমান্তের ১১৬ নম্বর পিলারের সন্নিকট দিয়ে ভারতের দিকে যাচ্ছিল। বিজিবির একটি টহল দলের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৩৮ হাজার ইউএস ডলার ও নগদ ১৭ লক্ষ টাকা পাওয়া যায়। আটক রুবেল হোসেনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। সেই সাথে জব্দকৃত ডলার ও টাকা মেহেরপুর সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ডলারসহ একজনকে আটকের খবর শুনেছি। বিজিবি কর্তৃপক্ষ এখনও তাকে হস্তান্ত করেনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন