Home » মেহেরপুরে বিলের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু।

মেহেরপুরে বিলের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু।

কর্তৃক ajkermeherpur
97 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর মুসুরি ভাজা বিলের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—রাজনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৩) ও আফিয়া (১০), সাহারুলের মেয়ে আলেয়া (১০) এবং ইছার মেয়ে মিম (১৩)। এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে চার শিক্ষার্থী একসঙ্গে মুসুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিকেল ৪টার দিকে পরিবার তাদের খুঁজতে শুরু করলে বিলের পাড়ে চারজনের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন বিলে নেমে তল্লাশি চালিয়ে আফিয়া, আলেয়া ও মিমের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পরে ফাতেমার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তারা নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজনগর গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। সন্ধ্যার পর থেকে রাজনগরের তিনটি বাড়িতে শোকাহত মানুষের ভিড় দেখা যায়।

এর আগে, মুজিবনগর উপজেলার রশিকপুরে ভৈরব নদে দুই শিক্ষার্থীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রাজনগরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন