Home » মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা ও মালামাল জব্দ।

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা ও মালামাল জব্দ।

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা ও মালামাল জব্দ।

 

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে অনুমোদন বিহীন আইস ললি ( জুস) রাখার দায় ব্যবসায়ী জহিরুল ইসলামের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোট সড়কে মেসার্স সাগর স্টোরে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক(অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে শহরের কোট সড়কে মেসার্স সাগর স্টোরে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।

 

এ সময় সেখানে বিপুল পরিমাণ অনুমোদন বিহীন আইস ললি( জুস), ১৫ কার্টুন শিশুখাদ্য জব্দ করা হয়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় অনুমোদন বিহীন আইস ললি( জুস) রাখার দায়ে মেসার্স সাগর স্টোরের মালিক মো: তহিরুল ইসলামের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং দ্রুততম সময়ে সকল ত্রুটিসমূহ সংশোধন পূর্বক ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ১৫ কার্টুন শিশুখাদ্য জনসম্মুখে ধংব্স করা হয়।

 

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন