Home » মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

কর্তৃক ajkermeherpur
50 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মহান বিজয় দিবসের আনন্দকে আরও রঙিন করতে মেহেরপুর পৌর এলাকায় দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া বিভাগ, মেহেরপুর পৌর শাখার উদ্যোগে সরকারি বয়েজ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে পৌর এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে ফাইনালে উঠে আসে ৭ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের দল। বিকেল ৪টায় সরকারি বয়েজ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৭ নম্বর ওয়ার্ডের দল ৬-১ গোলের ব্যবধানে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলারসহ খেলা পরিচালনা কমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজের মাঝে ক্রীড়া চেতনা জাগ্রত করার পাশাপাশি বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন