নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ ইমরান নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ইমরানকে গ্রেফতার করে।
আটক ইমরান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার জাবেদ আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের ইন্সপেক্টর রত্বেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, এএসআই হেলাল উদ্দিন সহ-সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালান।এসময় ইমরান ওরফে শাকিলকে আটক করে। তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ইমরান ওরফে শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।