Home » মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ড শেষে কারাগারে প্রেরণ ।

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ড শেষে কারাগারে প্রেরণ ।

কর্তৃক xVS2UqarHx07
118 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

 

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ।

 

বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রবিবার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।

 

পরদিন সোমবার দুপুরের দিকে আদালতে নেওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার পর সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিলে কড়া পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে প্রিজনভ্যানযোগে কারাগারে নেওয়া হয়।

 

এর আগে ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়। বর্তমানে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে বন্দী জীবন যাপন করছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন