আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সদর উপজেলার রাজনগর বাজারে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে রাজনগর বাজারে সজিব ষ্টোরে অভিযান চালিয়ে ১ হাজার শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ করা হয়। এর আগে গত ২২ আগস্ট একই কোম্পানির পুরাতন বিড়ি জব্দ করা হয়েছিল।