Home » মেহেরপুরে স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, চালু হলো ৮ তলা ভবন।

মেহেরপুরে স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, চালু হলো ৮ তলা ভবন।

কর্তৃক ajkermeherpur
38 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন ভবন ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতালের নবনির্মিত ৮ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়।

ভবন উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব মোঃ কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

এছাড়া এনসিপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক মুখ্য সমন্বয়ক এডভোকেট শাকিল আহমেদ,মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুর সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শারিয়ার শাইলা জাহানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন