নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গু’রু’তর আ’হ’ত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খালিদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দু’র্ঘ’টনাটি ঘটে।
আ’হ’ত খালিদ সাইফুল ইসলাম গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ও গোভীপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন “ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন” মেহেরপুর জেলা শাখার সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে শ্যামপুর এলাকা থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে আলমপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নি’য়ন্ত্র’ণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খালিদ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

