নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইপিছিপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও পরবর্তীতে সিপিবি সহ বিভিন্ন বাম দলের জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শফিকুল আলমের দুলাভাই ও সাংবাদিক মিজানুর রহমান হেলালের পিতা।
মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক কমরেড জালাল উদ্দিন আর নেই
রবিবার সন্ধ্যায় জানাজা শেষে তাকে গাংনী উপজেলার মানিকদিয়া গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাম ঘরানার রাজনীতিবিদ ও সর্বস্তরের মানুষ।
এর আগে জাতীয় গণফ্রন্টের কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।