Home » মেহেরপুরের বলিয়ারপুর গ্রামে তামাক ঘরে আগুন চাষীর লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

মেহেরপুরের বলিয়ারপুর গ্রামে তামাক ঘরে আগুন চাষীর লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

কর্তৃক xVS2UqarHx07
347 ভিউজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি; মোঃ ইউনুস আলীঃ মেহেরপুরের বলিয়ারপুর গ্রামে তামাক ঘরে আগুন লেগে চাষীর লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রবিবার (১৩মার্চ-২২) সন্ধ্যার নামাজের পরে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন বলিয়ারপুর গ্রামের ৮নং ওয়ার্ডের গাবতলা পাড়ার আঃ জলিল মিয়ার ছেলে মোঃ বিল্টু মিয়ার তামাক ঘরে আগুনের এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানতে পারি স্থানীয়রা আশঙ্কা করছে- তামাক ঘরে জ্বাল দেওয়ার সময় পাইপ বেশি উত্তপ্ত হওয়ার কারণে পাইপ ছিদ্র হয়ে যায়।পাইপ ছিদ্র হওয়ার পর আগুন উপরে উঠতে থাকে। আগুন ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যে সারা তামাক ঘর দাও দাও করে জ্বলতে থাকে‌। স্থানীয় লোকজন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানোর পরেও আগুন নেভাতে ব্যর্থ হয়।

তামাক ঘরের মালিক বিল্টু মিয়ার সাথে ক্ষয় ক্ষতি সম্পর্কে কথা বলে জানতে পারি তার ওই তামাক ঘরে তামাক ছিল প্রায়ই দেড় থেকে দুই লক্ষ টাকার কাছাকাছি। এলাকার লোকজন চেষ্টা চালানোর পরেও ঘরের সমস্ত তামাকসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন