ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আজমিরা খাতুন (১৯) নামের এক নববধূ।
মঙ্গলবার (২২ফেব্রুয়ারি-২২) দিবাগত রাত আড়াইটার দিকে মেয়ের পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। আজমিরা খাতুন উপজেলার ঢোলমারী গ্রামের মোসারফ আলীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের তাহের আলীর ছেলে শাহিন আলীর (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। গত সোমবার জামাইকে সাথে নিয়ে অষ্টমোল্লার উদ্দেশ্যে মেয়ে পিতার বাড়িতে আসে। কিন্তু একদিন পর মঙ্গলবার দিবাগত রাতে বাথরুমে যাওয়ার নাম করে বাড়ির পিছনে আম গাছের সাথে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে।