Home » যৌথ বাহিনীর অভিযানে ইটভাটা উচ্ছেদ

যৌথ বাহিনীর অভিযানে ইটভাটা উচ্ছেদ

কর্তৃক ajkermeherpur
49 ভিউজ

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দামুরহুদায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাইসা ব্রিকস নামের একটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

আজ ২৫ শে নভেম্বর মঙ্গলবার সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগে ইট উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি উচ্ছেদ করা হয় ।

পরিবেশ রক্ষায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় রাইসা ব্রিকস নামে একটি ইটভাটায়।

জানা গেছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূত ভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর চুল্লী ব্যাবহার সেই সাথে ভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ব্যাবহার করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভাটাটিকে কয়েকবার সতর্ক সেই সাথে নোটিশ জারি করার পরও নিয়ম না মেনে ইটভাটা পরিচালনার দায়ে আজ মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে রাইসা ব্রিকস উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মমতাজ বেগম, চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক নরেশ চন্দ্র।

অভিযানে সহযোগিতা করেন, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ মহির, র‍্যাব ১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান সহ পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্যরা

০ মন্তব্য

You may also like

মতামত দিন