Home » রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত, আগুন দেয় জনতা

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত, আগুন দেয় জনতা

কর্তৃক xVS2UqarHx07
205 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনগণ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে আজকের মেহেরপুর কে বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রঃ প্রথম আলো

০ মন্তব্য

You may also like

মতামত দিন