Home » রাত পোহালেই দ্বিতীয় ধাপে গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

রাত পোহালেই দ্বিতীয় ধাপে গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

রাত পােহালেই দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে গাংনী উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া, বামন্দী, সাহারবাটী ও মটমুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে দেড় শতাধিক ও সংরক্ষিত মহিলা সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ইতােমধ্যে ভােট কেন্দ্রগুলােতে ভােটগ্রহণ কাজে নিয়ােজিত কর্মকর্তা-কর্মচারি ও পুলিশ -আনসার বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন।

৫টি ইউনিয়নের মােট ভােটার সংখ্যা-১ লক্ষ,১৮ হাজার,৭২৪টি। এর মধ্যে পুরুষ ভােটার-৫৮ হাজার,৮৯৬টি। এবং নারী ভােটার-৫৯ হাজার ৮২৯টি। ৫টি ইউনিয়নে ভােট কেন্দ্র ৪৭টি। বুথের সংখ্যা-৩৪৬টি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন