Home » শহিদুল আলমকে আটকের দৃশ্য দাবিতে ভাইরাল ছবিটি এ আই দিয়ে তৈরি

শহিদুল আলমকে আটকের দৃশ্য দাবিতে ভাইরাল ছবিটি এ আই দিয়ে তৈরি

কর্তৃক xVS2UqarHx07
31 ভিউজ

মানবিক সহায়তা নিয়ে গাজা যাওয়ার পথে আটক হওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইসরায়েলি বাহিনীর হাতে তার আটক হওয়ার ছবিটি আসল নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদুল আলমের গ্রেফতারের দৃশ্য দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে সৈকতের ধারে পেছনে হাত বাঁধা অবস্থায় শহিদুল আলমের মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যায়, যাকে চারজন অস্ত্র হাতে সামরিক পোশাক পরিহিত সৈন্য ঘিরে রেখেছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, আলোচিত ছবিটি শহিদুল আলমের আটকের দৃশ্যের নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটির অস্তিত্ব বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। এই নৌবহরের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) এক্স অ্যাকাউন্টে বহরটির সম্পর্কে নানা আপডেট প্রকাশ করা হচ্ছে। তাদের ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে আটক যাত্রীদের পূর্বে ধারণ করা ভিডিওবার্তাও দেখানো হচ্ছে। কিন্তু এমন কোনো ছবি তারা প্রকাশ করেনি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এমন কোনো ছবি প্রকাশ করেনি। পরবর্তীতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক এআই-জনিত অসংগতি শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ছবিতে অস্ত্র হাতে সামরিক পোশাক পরিহিত চারজন সৈন্যের চেহারায়, শারীরিক গঠন ও উচ্চতায় উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা যায়। তাদের দাঁড়ানোর ভঙ্গিতেও মিল দেখা যায়।

গত ৪ অক্টোবর, শহিদুল আলম নিজের ফেসবুক প্রোফাইলে কনশাস বহরের যাত্রীদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তিনি কালো পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়। ওই পাঞ্জাবিতে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি আঁকা রয়েছে। তবে আলোচিত ছবিতে তার পোশাকটি পাঞ্জাবি নয়। এ ধরনের পোশাকের পরিবর্তন সাধারণত এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করার সময় দেখা যায়। এছাড়া, ছবিতে আবু সাঈদের ছবির অবস্থানও উল্টো, যা ৪ অক্টোবর প্রকাশিত ছবির তুলনায় সম্পূর্ণ বিপরীত।

বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি এআই ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

এদিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অ্যাসিস্ট্যান্ট এডিটর শুভাশীষ দীপ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হলেও ছবিটির প্রতীকী বার্তা গ্রহণ করা যায় বলে জানান তিনি।

শুভাশীষ দীপ বলেন, অনেক সময় পরিস্থিতি ফুটিয়ে তোলার জন্য ডিসক্লেইমার ব্যবহার করে এ ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতেই পারে। অনেকে সেটি করছেনও।

আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার কিছুক্ষণ পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আটক হওয়ার ব্যাপারে ভিডিও বার্তা পোস্ট করেন শহিদুল আলম। ভিডিওতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, সাগরে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে—যে দেশ (ইসরায়েল) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সক্রিয় সহায়তা ও সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন