Home » শিক্ষার্থীদের সচেতনতায় মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের বিশেষ আয়োজন।

শিক্ষার্থীদের সচেতনতায় মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের বিশেষ আয়োজন।

কর্তৃক ajkermeherpur
85 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক মোক্তার হোসেন মিয়া। সেমিনারে “তারুণ্যের প্রাণ, নতুন দিগন্তের আহ্বান” স্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক সাদেক উল্লাহ, অনিতা কোহিনুর, সামিউল আলম ও মইনুদ্দিন প্রমুখ।

এর আগে আর্থিক নিরাপত্তা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেমিনারে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন