Home » শিশুশ্রমের খপ্পরে পড়ে জীবন দিতে হলো গাংনীর ইব্রাহিমকে

শিশুশ্রমের খপ্পরে পড়ে জীবন দিতে হলো গাংনীর ইব্রাহিমকে

কর্তৃক xVS2UqarHx07
354 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

শিশুশ্রমের খপ্পরে পড়ে জীবন দিতে হলো গাংনীর ইব্রাহিমকে

শিশুশ্রমের খপ্পরে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে জীবন দিতে হলো মেহেরপুরের গাংনী উপজেলার শিশু ইব্রাহিম(১৫)কে। আজ রবিবার বেলা ১২ টার দিকে বামন্দীর সেলিম ওয়াকসপে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়া পাড়ার আরিফুল ইসলামের ছেলে।

শ্রমিক সোহেল জানান,সেলিম ওয়াকসপ এর ওয়ারিং হেলপার শিশু ইব্রাহিম ওয়াকসপ এর পাশে শিপনের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে বামন্দী মাহি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওয়ার্কশপে লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিম ওয়াকসপ এর স্বত্বাধিকারী সেলিম রেজা জানান, ইব্রাহিম গত ৩ বছর আমার দোকানে কাজ করে আসছিল। সে হঠাৎ করে পাশে শিপন এর দোকানে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই অস্বাভাবিক মৃত্যু আমরা কোন মতেই মেনে নিতে পারছিনা।

নিহত শিশু ইব্রাহিমের দাদা আবু তাহের জানান,গত ২ বছর আগে তার মা মারা গেছে,বাবা অন্যথায় বিয়ে করেছে, তার পরে থেকেই সে আমাদের কাছে মানুষ। অভাবের তাড়নায় পড়ে তাকে একটি ওয়াকসপে কাজে লাগিয়ে দিয়েছিলাম।তিনি আরো জানান,যে সময় ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় তখন আমি ওই দোকানের পাশেই ছিলাম হঠাৎ শুনতে পাই আমার নাতি ইব্রাহিম বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে।তাৎক্ষণিক ডাক্তারের কাছে নিয়ে জানতে পারি সে মারা গেছে।

গাংনী ওসি মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই,পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শিশুশ্রম বন্ধের ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, সরকারিভাবে সকল প্রকার শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।যদি কোন ব্যক্তি তার প্রতিষ্ঠানের কোনো শিশুকে দিয়ে শিশুশ্রম করিয়া থাকে,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন