মেহেরপুর প্রতিনিধি:
শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে করা হয়েছে। সোমবার সকালের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
মেহেরপুর বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট ব্যবস্থাপনা পরিচালক,সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি,তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন