Home » সন্দেহ থেকে মৃত্যু: খুলনায় চাঁদাবাজি ইস্যুতে প্রাণ গেল এক যুবকের।

সন্দেহ থেকে মৃত্যু: খুলনায় চাঁদাবাজি ইস্যুতে প্রাণ গেল এক যুবকের।

কর্তৃক ajkermeherpur
12 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

খুলনায় চাঁদাবাজ সন্দেহে বাড়ি থেকে ধরে এনে আলমগীর হোসেন রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন রানা ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে। এ দিকে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও এলাকাবাসী ফুলতলা—শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বিকেল আনুমানিক ৩টায় ৩টি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালাগাল করে।

ঘটনার সময় হুমায়ুন কবির জামিরার মাছ বাজার আড়তে ছিলেন। খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রতিবাদী বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনায় জড়িত সন্দেহে বিকেল আনুমানিক সাড়ে ৪টায় পাশের টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন রানাকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে গণপিটুনি শুরু করে।

খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় আলমের স্ত্রী-পুত্র তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকলে তিনি কথা বলে উঠলে পুলিশের সামনে ফের তাকে গণপিটুনি শুরু করে। পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন রানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন