নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেছেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মেহেরপুরে মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। সরকারের নীতি অনুযায়ী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যাতে নির্বিঘ্নে মানুষ করতে পারে তার জন্য বাড়তি টহলসহ সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নবাগত ওসি মঙ্গলবারে সন্ধ্যার দিকে “আজকের মেহেরপুরে” সাথে আলাপ কালে এসব কথা বলেন। রাজবাড়ী জেলার পাংশা পৌর এলাকার বাসিন্দা, সাইফুল ইসলাম ১৯৯৫ সালে পাংশা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি। ৯৭ সালে পাংশা কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।
২০০৭ সালে সাব ইন্সপেক্টর হিসাবে ফরিদপুর জেলায় পুলিশের কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ডিএমপি, র্যাব হেডকোয়াটারের চাকরি করার পর ২০১৭ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। ইন্সপেক্টর হিসেবে মাগুরা, ঝিনাইদহে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর মেহেরপুর সদর থানার ওসি হিসেবে যোগদান করেন। দুই পুত্র সন্তানের জনক সাইফুল ইসলাম বলেন, সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরে মাদক নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সক্ষম হব। তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উচ্চস্বরে মাইক বাজানো থেকে বিরত থাকা সহ পটকা ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।