Home » সেনাবাহিনীর পোশাক পরে নারী কণ্ঠে প্র’তারণা, র‍্যাবের হাতে ধরা

সেনাবাহিনীর পোশাক পরে নারী কণ্ঠে প্র’তারণা, র‍্যাবের হাতে ধরা

কর্তৃক ajkermeherpur
22 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম এলাকার নাজমুল হাসান জিমকে র‌্যাব-১৩ গ্রেফতার করেছে। নাজমুল সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরে ও নারী কণ্ঠ নকল করে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক ব্রিফিংয়ে জানান, পীরগাছার অভিরাম এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নক NID, বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, গেঞ্জি, ফিল্ডক্যাপ, ট্রাউজার, টাওয়াল, নেমপ্লেটসহ মেয়েদের পরচুলা ও মেকআপ সামগ্রী।র‌্যাব জানায়, নাজমুল অনলাইনে বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে জমি বিক্রি ও অন্যান্য লেনদেনের নামে প্রতারণা করতেন। কণ্ঠ নকল, পরচুলা ও মেকআপ ব্যবহার করে কখনও নারী ভান করতেন। দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তার পরে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।

সাম্প্রতিক একটি ঘটনায়, কিশোরগঞ্জের হোসেনপুর থানার রফিকুল ইসলামের কাছে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির নামে ২৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেন। পরে রফিকুল অভিযোগ করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত করে র‌্যাব-১৩ নাজমুলকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, নাজমুল একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিত এবং এই প্রতারণার কার্যক্রম চালাত। গ্রেফতার পর তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন