মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসপাতালে যে কক্ষে হাদির চিকিৎসা চলছিল তার বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তাকে।
হাদির ওপর হামলা নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন হাসনাত। তিনে লেখেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, ওসমান হাদির অবস্থা গুরুতর। তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।
