Home » হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

কর্তৃক ajkermeherpur
26 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কেবিনে অবস্থান করছেন। পরীক্ষার রিপোর্ট বোর্ড পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ১৫ অক্টোবর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন ধরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ নানা জটিল রোগে ভুগছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন