Home » ১৪ মাসে হাফেজ হওয়া কটিয়াদীর মেধাবী ছাত্র দেশের সেরা হিফজুল কুরআন

১৪ মাসে হাফেজ হওয়া কটিয়াদীর মেধাবী ছাত্র দেশের সেরা হিফজুল কুরআন

কর্তৃক xVS2UqarHx07
47 ভিউজ

আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র ছেলে ও কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র।

জানা যায়, হাফেজ মুনাজ্জিদের বয়স ১৩ বছর। কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে ১৪ মাসে কুরআনে হাফেজ হয়েছে। বর্তমানে কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত।

গত শনিবার রাজধানীতে আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথমস্থান অর্জন করে কটিয়াদীর ১৪ মাসে হাফেজ হওয়া মুনাজ্জিদ।

মুনাজ্জিদের পিতা মাসুম রানা জানান, আমার একমাত্র ছেলে ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছে। আমার ছেলে যেন দেশসেরা মাওলানা হতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

উপজেলা জামায়াতে ইসলামী কটিয়াদীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ হিফজুল কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন করায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। মুনাজ্জিদকে মহান আল্লাহতায়ালা দুনিয়া ও আখেরাতে সফলতা ও কামিয়াবি দান করুন।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদী নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন