Home » ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন , সভাপতি মিল্টন সাধারণ সম্পাদক কামরুল।

১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন , সভাপতি মিল্টন সাধারণ সম্পাদক কামরুল।

কর্তৃক ajkermeherpur
105 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বদন্দীতায় জাভেদ মাসুদ মিল্টন সভাপতি ও অ্যাড. কামরুল হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, আখেরুজ্জামান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচত হয়েছে। আজ শনিবার (৩০ আগষ্ট) সকাল ১১টার সময় মেহেরপুর সরকারি কলেজে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে বিনাপ্রতিদ্বন্দীতায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমানুল্লাহ আমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমান উল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

০ মন্তব্য

You may also like

মতামত দিন