Home » ২০২৫ সালে মেহেরপুরে ২৫৫ জনের অপমৃত্যু; আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

২০২৫ সালে মেহেরপুরে ২৫৫ জনের অপমৃত্যু; আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

কর্তৃক xVS2UqarHx07
39 ভিউজ

পরিসংখ্যান অনুযায়ী, চলতি সময়ে দেশে বিভিন্ন ধরনের অপমৃত্যুর মধ্যে আত্মহত্যার ঘটনাই সবচেয়ে বেশি। বিষপান ও গলায় ফাঁস দিয়ে মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে, যা সার্বিক অপমৃত্যুর অর্ধেকেরও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৬৭ জন।
অপমৃত্যুর ধরন অনুযায়ী পরিসংখ্যান বলছে, খুন হয়েছেন ৭ জন। পানিতে ডুবে মারা গেছেন ১৯ জন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন ৮ জন এবং সাপের কামড়ে মারা গেছেন ৫ জন। বজ্রপাতে প্রাণ গিয়েছেন ৩ জনের।
ঘুমের বড়ি সেবনের পর মৃত্যু হয়েছে ২ জনের। খাবার বা সুজি গলায় আটকে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। পাশাপাশি ছাদ থেকে পড়ে ১ জন এবং দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু এখনো বড় উদ্বেগের বিষয় হয়ে আছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন