নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা কামরুল হাসান গ্রেপ্তার হওয়ার পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
এর আগে সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ৩৬ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুল হাসানকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, “কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি আমি জানতাম না। তাকে গ্রেফতারের খবর শুনে আমিও বিস্মিত হয়েছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
