Home » ৫ আগস্ট যারা গুম,খুন,গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতে হবে-জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

৫ আগস্ট যারা গুম,খুন,গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতে হবে-জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

কর্তৃক xVS2UqarHx07
75 ভিউজ

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, মেজরিটি মাইনরেটি বলতে কিছুই নেই। সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। ধর্ম বর্ন নির্বিশেষে সে একজন মযার্দাবান নাগরিক। ৫ আগস্ট যারা গণ হত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুম খুনের অবশ্যই বিচার হতে হবে।

 

শনিবার (পহেলা ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর)মাঠে এই বিশাল কর্মীসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

 

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমীর মাওলানা হাবিবুর রহমান সহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।

 

তিনি আরোও বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই। ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

জেলা জামায়েতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে সকাল থেকেই ১২ উপজেলাসহ প্রত্যন্ত এলাকা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে সমবেত হন। একসময় কানায় কানায় পূর্ণ হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন