Home » গাংনী পৌরসভার সার্বিক উন্নয়নে UGIIP-3 প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাংনী পৌরসভার সার্বিক উন্নয়নে UGIIP-3 প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
191 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী পৌরসভার সার্বিক উন্নয়নে UGIIP-3 প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সােমবার দিনব্যাপি এ সেমিনার গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। সেমিনার পরিচালনা করেন UGIIP-3 প্রকল্পের টিম প্রধান নওশাদ আহমেদ।

সেমিনারে বক্তব্য রাখেন,মেহেরপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) ইব্রাহিম মহাম্মদ তৈয়ুবুর রহমান, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,সমাজ সেবক নুরজাহান বেগম। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সচিব ইঞ্জিনিয়ার শামীম রেজা প্রমুখ।
সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য,এডিপি সহযােগিতায় গাংনী পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ,স্যানিটেশন,স্বাস্থ্য শিক্ষা,সড়ক উন্নয়ন,বিনােদন পার্ক স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে UGIIP-3 প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে গাংনী পৌর এলাকার মানুষ উন্নত নাগরিক সেবা পাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন