আমঝুপি অফিস:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের মাল্টি লোকেশন পারফর্মেন্স যাচাইয়ের মাঠ দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ), বেলা ১১ টার দিকে মেহেরপুর ওয়াপদা মোড়ে শালকির মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মানসম্মত বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প, আলু বীজ বিভাগ এর অর্থায়ণে ও উপ-পরিচালক (টিসি), বিএডিসি হিমাগার, বারাদী, মেহেরপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলম।
সবজি বীজ উৎপাদন খামার, বিএডিসি’র উপ-পরিচালক নাহিদুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার, প্রত্যয়ন এজেন্সি রন্জন কুমার প্রামাণিক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন।
চিৎলা ভিত্তি পাট বীজ উৎপাদন খামার, গাংনী’র যুগ্ম পরিচালক কৃষিবিদ এস এম রেজাউল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএডিসি বারাদী, উপ-পরিচালক (টিসি) মিনহাজ উদ্দীন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম।
একই সময়ে গীতা পাঠ করেন, প্রশিষ কুমার বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি এ জেড এম মারুফুজ্জোহা, ডিলার প্রতিনিধি আরমান আলী, আব্দুল্লাহ আল মামুন, ফরিদুল ইসলাম ডিডি টিসি পাথিলা হিমাগার, চুয়াডাঙ্গা বিএডিসি’র উপ-পরিচালক মীর্জা সফিকুল ইসলাম, বিএডিসি (বীজ উৎ) চুয়াডাঙ্গা শামীম হায়দার, মেহেরপুর বিএডিসি (সবজি বীজ) উপ-পরিচালক গোলক নাথ বণিক, বিএডিসি বারাদী খামারের উপ-পরিচালক হাফিজুল ইসলাম প্রমুখ।
এসময় ২০ টি জাতের আলু ফসলের পারফর্মেন্স যাচাই করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়া ও স্থানীয় কৃষকরা মাঠ দিবসে উপস্থিত ছিলেন।