Home » মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ আটক -২

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ আটক -২

কর্তৃক xVS2UqarHx07
115 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ আটক -২

মেহেরপুর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা একটি সফল মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়।

 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত ১০:৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে এবং এসআই (নি:) আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের অংশগ্রহণে গাংনী থানাধীন জলশুকা গ্রামে এই অভিযান চালানো হয়।

 

এ সময় মেহেরপুর জেলার গাংনী থানার জলশুকা গ্রামের জমশেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৭), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাপানি গ্রামের ইকরামুল হকের ছেলে সুইট (২৮)

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের এই সাফল্য মাদকবিরোধী কার্যক্রমে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মেহেরপুর জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে, যা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন