Home » শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার কার্যক্রম শুরু উপলক্ষে দোয়া মাহফিল

শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার কার্যক্রম শুরু উপলক্ষে দোয়া মাহফিল

কর্তৃক xVS2UqarHx07
266 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বুধবার সকালে মেহেরপুর সদর কাশারীপাড়া Kerma plaza মেইন রোড ১নম্বর ফ্রো শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মেহেরপুর শাখার কার্যক্রম শুরু উপলক্ষে উদ্বোধন ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব মোঃ তৌহিদ আহমেদ মেহেরপুর শাখার ম্যানেজার, প্রধান অতিথি মোঃ মাহমুদুল হক S,E,V,P, ঢাকা,
মোঃ আনিসুর রহমান S,A,V,P চুয়াডাঙ্গা, মোঃ সাইদুর রহমান S,V,P যশোর এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোসলেম উদ্দীন,ছোট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।২৮ডিসেম্বর২০২২

০ মন্তব্য

You may also like

মতামত দিন